মিরসরাইয়ে ৫ ইটভাটাকে জরিমানা

মিরসরাইয়ে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার করেরহাট, বড় কমলদহ, মিঠাছড়া, পূর্ব হিঙ্গুলি এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

- Advertisement -google news follower

অভিযানে মিরসরাইয়ের করেরহাটের মেসার্স রিয়াজুল হাসান ব্রিকসকে ৫ লাখ টাকা, বড় কমলদহ এলাকার মেসার্স এ এম এন ব্রিকসকে ২ লাখ টাকা, মিঠাছড়া এলাকার মেসার্স এস বি কে ব্রিকসকে ২ লাখ টাকা, পূর্ব হিঙ্গুলি এলাকার মেসার্স এম ই এ এস ব্রিকসকে ২ লাখ টাকা ও করেরহাট এলাকার মেসার্স মেহেদী হাসান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মিরসরাইয়ে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM