টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
টেকনাফ ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপণ কর্মীদের প্রায় ২ ঘণ্টা চেষ্টায় বৃহস্পতিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এরই মধ্যে ক্যাম্পের পাঁচ শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, রাত ৩টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হঠাৎ আগুন লাগে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
জয়নিউজ/পিডি