চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৭৪৪ জন। একইসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮২৯টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৫৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় চবি ল্যাবে ১০ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ২৯ জন, সিভাসু ল্যাবে ৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

- Advertisement -islamibank

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৫টি নমুনায় ১৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনায় ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। তবে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে দুইজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরের ৮০ জন এবং উপজেলার ১১ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM