কাবুলে বন্দুক হামলায় ২ বিচারপতি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর হামলায় সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতি নিহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

- Advertisement -

তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা চলার পরও গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সহিংসতার মাত্রা বেড়েছে। বিশেষ করে রাজধানী কাবুলে শীর্ষ রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বেড়েছে।

- Advertisement -google news follower

সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমাদ ফাহিম কাইউম জানান, আদালতের গাড়িতে করে বিচারপতিরা যখন তাদের কার্যালয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা আজকের হামলায় দুই নারী বিচারপতিকে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছে।’

- Advertisement -islamibank

কাবুল পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করেছে। এর আগে ২০১৭ সালে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪১ জন আহত হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM