চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বাছাইয়ের দিনে মেয়র পদে এলডিপির প্রার্থী আইনুল কবিরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মর্তা মিনহাজুল ইসলাম ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করেন।
এর আগে মেয়র পদে ৬ জন. কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বাছাইয়ের পর এ নির্বাচনে মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক মেয়র মাহবুবুল আলম খোকা, বিএনপির প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী, ইসলামী ফ্রন্টের ফারুক বাহাদুর ও দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইফতেখার ও চেমন আরা বেগম।
আগামী ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৮ হাজার ৯৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৯৮ জন। আসছে ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে ১১৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জয়নিউজ/রাজ্জাক/পিডি