চন্দনাইশে নির্বাচন করতে পারছেন না এলডিপির প্রার্থী

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বাছাইয়ের দিনে মেয়র পদে এলডিপির প্রার্থী আইনুল কবিরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মর্তা মিনহাজুল ইসলাম ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করেন।

- Advertisement -google news follower

এর আগে মেয়র পদে ৬ জন. কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বাছাইয়ের পর এ নির্বাচনে মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক মেয়র মাহবুবুল আলম খোকা, বিএনপির প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী, ইসলামী ফ্রন্টের ফারুক বাহাদুর ও দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইফতেখার ও চেমন আরা বেগম।

- Advertisement -islamibank

আগামী ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৮ হাজার ৯৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৯৮ জন। আসছে ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে ১১৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/রাজ্জাক/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM