বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হলো। এবার ১০ বিভাগে ১০ জনকে এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

- Advertisement -

সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভা কক্ষে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

- Advertisement -google news follower

একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এবার কবিতায় মুহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান এ পুরস্কার পেয়েছেন।

- Advertisement -islamibank

সভায় ফখরুল আলম, কাজলকৃষ্ণ ব্যানার্জি, মুহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ কায়কোবাদ, কামাল চৌধুরী ও ইমরান কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM