ভোটকেন্দ্রে সংঘর্ষ: ইসমাইল বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পাথরঘাটায় বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

- Advertisement -

বুধবার (২৭ জানুয়ারি) রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

- Advertisement -google news follower

এ মামলায় অজ্ঞাত আরো মামলার অন্য আসামিরা হলেন- মো. সেলিম (৩৫), আবুল খায়ের (৩৩), আব্দুর রহমান সাদু (৫০), মো. ইব্রাহিম (৫২), আব্দুল কালাম (৪৩), মো. হোসেন (৩৭), মো. জাহেদ (৩৭), মো. মফিজুর রহমান (৪০), মো. আব্দুল জলিল রিপন (৩৮), আব্দুস সোবহান (২৮), সাইদুল হক শাহেদ (৩৮), মো. ইউসুফ (৫৬), শাহাদাত হোসেন নাবিল (২৪), মো. সাইফুল (৩৫), সরোয়ার ওয়াহিদ (৩০), মো. ইফতেখার ইকবাল নাদিম (২৮), মো. জসিম উদ্দিন (৪৭), আবু তৈয়ব (৩৩), আবুল খায়ের টুটুল (৩৬), মো. রুবেল (৩২), মো. আকিব জাবেদ (৩০), মো, জসিম (৩৫), প্রিন্স মারুফ (২৭)।  এ মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ওই ভোটকেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে এক নম্বর আসামি করা হয়েছে। ঘটনার পর আটক ইসমাইল বালিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM