রাউজানের ডাবুয়ায় দুবৃর্ত্তের দেওয়া আগুনে পুড়ে গেল ৪ গরু ও ১০০ হাঁস-মুরগিসহ সম্পূর্ণ খামার।
স্থানীয় ইউপি সদস্য শীতল শীল ও প্রতিবেশী মোরশেদুল আলম জানান, ইউনিয়নের পরিষদের পাশে ডাবুয়া রৌশন গোমস্তার বাড়ির বাসিন্দা গোলাফুর রহমান একটি গরু ও হাঁস-মুরগি খামার গড়ে তুলেছিলেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুবৃর্ত্তরা খামার মালিক ও পাশের এক মুয়াজ্জিমের ঘরের দরজা র বাইরে বন্ধ করে খামারটিতে আগুন লাগিয়ে দেয়।
পরে গরুর ডাক ও আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলেও ততক্ষণে খামারটি সম্পূর্ণ পুড়ে যায়। এজন্য আর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।
আগুনে ৩ লাখ টাকার গরু ও এক লাখ টাকা হাঁস-মুরগিসহ কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জয়নিউজ/শফিউল/পিডি