চট্টগ্রামে পৌঁছেছে করোনার ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা। রোববার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব টিকা। সিভিল সার্জন কার্যালয়ে কোল্ড চেইন বজায় রেখে ইপিআই স্টোরে রাখা হয়েছে ৩৮ কার্টনে আনা এসব টিকা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ভ্যাকসিনের জন্য নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে। ইপিআই কর্মসূচির মতো করেই করোনার টিকা প্রদান কর্মসূচিও পরিচালিত হবে।
এজন্য ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে নগরে টিকাদানে নিয়োজিতদের প্রশিক্ষণ। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচি শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি থেকে।
সিভিল সার্জন আরো জানান, করোনার টিকাদানে নিয়োজিত থাকবে মোট ৪২টি টিম। টিকাদানকারী হিসেবে ২ জন মিডওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবেন।
জয়নিউজ/পিডি