কাউন্সিলর প্রার্থী হচ্ছেন প্রয়াত তারেক সোলেমানের স্ত্রী

কাউন্সিলর প্রার্থী হতে যাচ্ছেন প্রয়াত সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সহধর্মিনী হাসিনা খানম (৪৭)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তিনি নির্বাচন করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি না ফেরার দেশে চলে যান ৩১নং আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে চট্টগ্রামের রাজপথে অকুতোভয় সৈনিক ছিলেন এই সাবেক ছাত্রনেতা। শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। স্বৈরাচার-মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রাজপথে লড়ে গেছেন আজীবন। ছিলেন ৩১নং আলকরণ ওয়ার্ডের  চারবারের সফল কাউন্সিলর। তাঁর বাবা মোহাম্মদ ছালেহও ছিলেন আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

- Advertisement -google news follower

তারেক সোলেমান সেলিম সদ্যসমাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ছিলেন কাউন্সিলর প্রার্থী। কিন্তু তাঁর মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। নতুন তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি এ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে  সোলেমান সেলিমের মৃত্যৃর পর কাউন্সিলর পদে প্রার্থী হতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সহধর্মিনী হাসিনা খানমকে অনুরোধ জানান। এ অবস্থায় এলাকার উন্নয়নে স্বামীর অপূর্ণ স্বপ্ন পূরণে কাউন্সিলর প্রার্থী হতে রাজি হন তিনি।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন জয়নিউজকে বলেন, প্রয়াত তারেক সোলেমান ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হাসিনা ভাবী আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হয়েছেন। তারেক সোলেমান ভাই ছিলেন এলাকার নয়নমণি, সব শ্রেণি-পেশার মানুষের আত্মার আত্মীয়। তাই এলাকার সর্বস্তরের জনগণ ভাবীকে সমর্থন দিচ্ছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM