সেনা অভ্যুথানে থমথমে মিয়ানমার, বাইডেনের হুঁশিয়ারি

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায়  থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির অর্থনৈতিক অবস্থাও এখন ব্যাপক চ্যালেঞ্জের মুখে।

- Advertisement -

মিয়ানমারে জনগণের মনে হঠাৎ করেই আতঙ্ক ভর করেছে সেনা অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি ও শীর্ষ নেতাদের আটকের ঘটনায়।

- Advertisement -google news follower

অনেকেই মনে করছে, সেনাবাহিনী এক বছর পর নির্বাচন দেওয়ার কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তা দীর্ঘমেয়াদি হবে। আর ১৯৯০ এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত সে দেশের মানুষের যে জীবনমান ছিল, তা ফিরে আসার শঙ্কা জনগণকে পেয়ে বসেছে।

এদিকে দেশটিতে সেনা অভ্যুথানের পর আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

- Advertisement -islamibank

বাইডেন বলেন, গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ায় গত দশকে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এ অগ্রগতির বিপরীত হলে প্রয়োজনে আমরা আমাদের নিষেধাজ্ঞা আইন এবং ক্ষমতা তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করবো এবং যথাযথ পদক্ষেপ নেবো।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM