সারাদেশে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রাও কমেছে ব্যাপকহারে। তাই তীব্র শীতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ।
হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগী সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে । বিপাকে বোরো চাষিসহ মৌসুমী সবজি চাষিরা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই সপ্তাহ, তবে কমে আসবে তীব্রতা।
জানা গেছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এসময় সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
জয়নিউজ/পিডি