কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উচ্চ আদালতের নির্দেশনা মেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে সম্মতি দিয়েছেন।
শনিবার (৬ অক্টোবর) যে কোনো সময় তাকে হাসপাতালে নেওয়া হবে।
বিএসএমএমইউ কেবিন ব্লকের ৬ষ্ঠ তলায় ৬১১ নম্বর প্রেসিডেন্সিয়াল ভিভিআইপি কেবিন প্রস্তুত রাখা হয়েছে খালেদার জন্য।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল প্রস্তুত আছে।
বিষয়টি নিশ্চিত করে কারা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, শিগগিরই তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হবে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার ভর্তি ও চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হতে পারে। শনিবার সকালে তিনি এ কথা জানান।
জয়নিউজ/আরসি