নগর যুবদলের ৫ ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। শনিবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সদরঘাট, ইপিজেড, বন্দর ও পতেঙ্গা থানা ইউনিটের নাম দেখা গেলেও আকবরশাহ থানা ইউনিটেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
তিনি বলেন, প্রথমে চার ইউনিটের নাম ঘোষণা করা হলেও সংশোধন করে আরও একটি ইউনিটের নাম যোগ করা হয়েছে। সে হিসেবে শনিবার ৫ ইউনিটের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ৫ ইউনিটের নাম ঘোষণা করা হয়েছিল। সামনে আরও ৫ ইউনিটের অনুমোদন দেওয়া হবে।
ঘোষিত কমিটিতে সদরঘাট থানা ইউনিটের আহ্বায়ক মো. ইসমাইল ও সদস্য সচিব মো. নুর খান, পতেঙ্গা থানার আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন রানা, ইপিজেড থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরউদ্দিন শরীফ।
বন্দর থানার আহ্বায়ক মো. শফিউল আজম ও সদস্য সচিব মো. ইয়াছিন এবং আকবরশাহ থানার আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন ও সদস্য সচিব শহিদ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।