মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে হাটহাজারীর মন্দাকিনি খালে পুণ্যার্থীদের স্নানঘাট নির্মাণকাজের ভিত্তি স্থাপন ও দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে শুক্রবার (৫ অক্টোবর) বিকালে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, পাউবো নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, হাটহাজারী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানে বনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম তুলে ধরতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
এর আগে তিনি অলি আহমদ সড়ক ও বাদশাহী সড়ক উদ্বোধন করেন। এ তিনটি খাতের উন্নয়নে ২ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেন।
জয়নিউজ/ইউনুস/আরসি