মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা।
তবে ট্রাম্পের প্রতিরক্ষা দল দাবি করছে যে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর তিনি বিচারের মুখোমুখি হতে পারবেনা।
ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখা হবে কিনা এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটররা ভোটাভুটিতে অংশ নেয়। ভোটে ৫৬ জন মার্কিন সিনেটর পক্ষে ভোট দিয়েছে এবং ৪৪ জন বিপক্ষে। এতে শুনানি অব্যাহত রাখার বিষয়টি জয়যুক্ত হয়েছে। এই ভোটাভুটির পর শুরু হবে বিতর্কসভা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের বিরুদ্ধে গেলে ট্রাম্পের আর কোন সুযোগ থাকবে না।
এই মামলার বিচারক মঙ্গলবারের কেসটি শুরুর আগে ৬ জানুয়ারি দাঙ্গার ফুটেজ দেখান। মেরিল্যান্ডের প্রতিনিধি জেমি রাসকিন ফুটেজ সম্পর্কে বলেছেন, এটি একটি উচ্চ পর্যায়ের অপরাধ এবং অপকর্ম।
ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে গত মাসে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পকে অভিশংসন করে। তার পর সেই প্রস্তাব যায় সিনেটে।
জয়নিউজ/পিডি