রাউজানে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৪০ গৃহহীন পরিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজানে সেমিপাকা ঘর পাচ্ছে ২৪০টি গৃহহীন পরিবার। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নের পৃথক ৩টি এলাকার নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

- Advertisement -

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনয়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ ৎসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, উপজেলা প্রকৌশলী আবুল কালম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা আওয়ামী নেতা এসএম বাবর, মাহবুবুল আলম, জিয়াউল হক সুমন, উপজেলা যুবলীগ নেতা মনছুর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।

- Advertisement -google news follower

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রমতে, হলদিয়া ইউনিয়নে ৬৫টি, ডাবুয়া ইউনিয়নে ৩২টি, চিকদাইন ইউনিয়নে ৫টি, রাউজান সদর ইউনিয়নে ৫৪টি, পৌরসভায় ৬৬টি, কদলপুর ইউনিয়নে ১৮টি সেমিপাকা ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

জয়নিউজ/শফি/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM