করোনার টিকা প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।
প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। প্রথমদিকে মানুষের আগ্রহ কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে টিকা দানে আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে।