২৯ বছরের বঞ্চনার অবসান চান বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরের প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এসময় ব্যক্তরা বলেন, আমরা অনার্স-মাস্টার্স শিক্ষকরা অহিংস ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। অচিরেই আমরা এমপিওভূক্তির মাধ্যমে দীর্ঘ ২৯ বছরের বঞ্চনার স্থায়ী সমাধান চাই। সরকারী বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও কলেজ প্রদত্ত নামমাত্র বেতন কলেজভেদে ৩০০০ থেকে ১০০০০ টাকা প্রদান করা হয়। বর্তমান বাজারে এ বেতনে পরিবারের ভরনপোষন অসম্ভব। করোনা মহামারিতে প্রায় একবছর ধরে অধিকাংশ প্রতিষ্ঠানের স্বল্প বেতনটুকুও বন্ধ রয়েছে। এসকল শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিগত দিনে তিনটি নির্দেশনা শিক্ষা মন্ত্রনালয়ে প্রদান করা হয়। যা আজও বাস্তবায়ন হয়নি।

এছাড়া শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দুটি সুপারিশ ও শিক্ষা অধিদপ্তরের দুই জন মহাপরিচালকের সুপারিশ থাকার পরও জনবল কাঠামোতেও অন্তর্ভূক্ত হয়নি।

- Advertisement -islamibank

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল।

এতে আরো উপস্থিত ছিলেন বাকবিশিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী, চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি মো. হুমায়ুন করিম চৌধুরী, সুকান্ত নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক রিম্পা মুৎসুদ্দী, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. এমদাদুল হকসহ অনন্যারা ।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM