করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৯১ জন শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ২৬৬।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ নিয়ে ৩৪৩তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি।
উক্ত সময়ের মধ্যে আরও ২৯১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হলো। একইসময়ে দেশে ৩৭৪ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।