মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত প্রায় ১১ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটি আরো বাড়তে পারে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকেও অনুমতি পাওয়া গেছে। আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে।
শনিবার (১৩ ফেব্রয়ারি) নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়াতে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে আগামী ১৫ বা ৩০ দিন নতুন করে ছুটি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। রোববার এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।
জানা গেছে, ছুটি বাড়ানো হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগের মতোই বন্ধ থাকবে। পাশাপাশি সংসদ টিভি, রেডিও, অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস চলবে। আর কওমি মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা দুটোই চলবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতে বা কাল এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।