ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৪৫৫ জনের

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এর মধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন, নারী তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ৪৫৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

- Advertisement -

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৭৮ জন, যা রোববারের চেয়ে বেশি। রোববার টিকা নিয়েছিলেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। সোমবার টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৪৭ হাজার ১৫৫ জন আর নারী ৭৯ হাজার ৫২৩ জন।

- Advertisement -google news follower

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ৭৩৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৭৪৪ জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৬০ জন, রংপুর বিভাগে ২১ হাজার ৬১৮ জন, খুলনা বিভাগে ২৭ হাজার ৭১০ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩১ জন আর সিলেট বিভাগে ১৬ হাজার ২২৭ জন।

দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিনে (৭ ফেব্রুয়ারি) টিকা নেন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ২ লাখ ৪ হাজার ৫৪০ জন।

- Advertisement -islamibank

১২ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন আর গতকাল (১৪ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM