কক্সবাজারের সেন্টমার্টিনে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ক্যান থেকে এক লাখ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৬ অক্টোবর) ভোরে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার সাজ্জাদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি থাকা একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার ধাওয়া করে। এসময় ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে ২টি প্লাস্টিক ক্যান (জারিকেন) সাগরে ফেলে দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সাগরে ভাসমান ”জারিকেন” ২টি উদ্ধার করে তাতে এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জয়নিউজ/জুলফিকার