সংবাদ প্রকাশের জেরে বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বোয়ালখালী প্রেস ক্লাব মিলনায়তনে এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, সহসভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, কার্যনির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানা, আল সিরাজ ভান্ডারী, সদস্য এমএস এমরান কাদেরী, ছাদেকুর রহমান সবুজ, মো. হোসাইন মাহমুদ ও সেকান্দর আলম বাবর।
ক্লাবের সহসম্পাদক পূজন সেনের সঞ্চালনায় সভায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান, সামাজিক মাধ্যমে হুমকি-ধমকি অব্যাহত রাখায় নিরাপত্তা প্রশ্নে সাধারণ ডায়েরিসহ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বক্তারা চিহ্নিত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দৈনিক পূর্বকোণ পত্রিকায় উপজেলা সদরের একটি মাধ্যমিক স্কুলের বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের দুর্বৃত্তায়ন নিয়ে সংবাদ প্রকাশ হয়। গত শুক্রবার বিকেলে পূর্বকোণ প্রতিনিধি মো. সেকান্দর আলম বাবর উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এমপি গোল্ড কাপ খেলার সংবাদ সংগ্রহে গেলে প্রকাশিত সংবাদের জের ধরে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম তাঁর ওপর অতর্কিত হামলা চালান।