সাবেক কাউন্সিলর কাদের কারামুক্ত

কারামুক্ত হয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল কাদের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুল কাদেরকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার মো. রফিকুল ইসলাম।

- Advertisement -

জেলার রফিকুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

এর আগে গত ১২ জানুয়ারি রাতে নগরের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আজগর আলী বাবুল (৫৫) নামে একজন। অপর একজন গুলিবিদ্ধসহ আহত হন কয়েকজন।

এ ঘটনায় নিহতের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে সাবেক কাউন্সিলর কাদেরসহ ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আটক করা হয়েছিল সাবেক কাউন্সিলর কাদেরকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM