কারামুক্ত হয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল কাদের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুল কাদেরকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার মো. রফিকুল ইসলাম।
জেলার রফিকুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি রাতে নগরের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আজগর আলী বাবুল (৫৫) নামে একজন। অপর একজন গুলিবিদ্ধসহ আহত হন কয়েকজন।
এ ঘটনায় নিহতের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে সাবেক কাউন্সিলর কাদেরসহ ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আটক করা হয়েছিল সাবেক কাউন্সিলর কাদেরকে।