নিজের মা ও স্ত্রীকে মারধরের অপরাধে মাদকাসক্ত পুত্রের ঠাঁই হয়েছে শ্রীঘরে। মাদকাসক্ত ওই পুত্রের নাম মোহাম্মদ কামাল (৩৬)।
শনিবার (৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত কামাল সিলেট জেলার মৃত আবদুল গণির পুত্র। তবে দীর্ঘদিন ধরে সে পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভা এলাকার সন্দীপ পাড়ায় বসবাস করে আসছে।
জানা যায়, শনিবার বিকেলে সে মাদকসেবনের টাকার জন্য স্ত্রী সীমাকে মারধর করে। এ সময় তার মা প্রতিবাদ করতে আসলে তাকেও সে মারধর করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন পুলিশ নিয়ে কামালকে ঘটনাস্থল থেকে আটক করেন। এরপর কামালের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, মাদকাসক্ত হয়ে মা ও স্ত্রীকে মারধরের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
জয়নিউজ/জুলফিকার