প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। কিন্তু ম্যাচের মাঝপথে আয়ারল্যান্ড উলভসের এক ক্রিকেটারের করোনা শনাক্তের খবর আসে। এতে তাৎক্ষণিক খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
আইরিশ পেস বোলার প্রিটোরিয়াসের করোনা শনাক্তের খবর আসা পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ছিল চার উইকেটে ১২২ রান।
এর আগে একই ভেন্যুতে হয়েছে তাদের মধ্যকার একটি চার দিনের ম্যাচ। এ সফরে পাঁচটি ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টিও খেলার কথা রয়েছে দল দুটির। সিরিজ শেষে ১৯ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে আইরিশদের।
জয়নিউজ/পিডি