স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে কর্মসূচির গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ও নগর সেক্টর কমান্ডারস ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, নগরের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নবী হোসেন সালাউদ্দিন, মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা সভাপতি কামাল উদ্দিন, মহানগর সভাপতি রাজীব চন্দ, প্রকৌশলী ইয়াকুব মুন্না, এসএম রাফি ও মো. জিয়াউদ্দিন প্রমুখ।
সভায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, ২৪ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবস উপলক্ষে গণসমাবেশ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এবং স্বাধীনতা দিবসের উপর বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।