প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে জব্দ করা ৫শ’ মিটার ভাসা জাল আগুনে পোড়ানো হয়েছে। শনিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পোড়ানো হয় এই জাল।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমীন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট বাজারে হালদা নদীর ৩টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল সারা দিন রোদে শুকিয়ে রাতে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পোড়ানো হয়েছে।
তিনি আরো জানান, যারা হালদা নদীর মা মাছের অনুকূল পরিবেশ ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তাদের ছাড় দেয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।
জয়নিউজ/ আবু তালেব