চীনে আটক ইন্টারপোল প্রধান!

নিজের দেশ চীনে গিয়েই রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছিলেন ইন্টারপোল প্রধান মেং হংওয়েই। অবশেষে খোঁজ মিলল ইন্টারপোলের প্রেসিডেন্টের। জিজ্ঞাসাবাদের জন্য চীন তাকে আটকে রেখেছে বলে দাবি করে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

- Advertisement -

ইন্টারপোলের প্রথম চিনা প্রধান মেং। ফ্রান্সের লিয়োঁয় ইন্টারপোলের সদর দফতর থেকে গত মাসে চীন সফরে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। মেংয়ের স্ত্রী ফরাসি পুলিশে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়।

- Advertisement -google news follower

চীনের নজরদারি আইন অনুযায়ী, কোনও সন্দেহভাজনকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হয়। সেই সঙ্গে ওই সন্দেহভাজন যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থাকেও জানাতে হয়। এ ক্ষেত্রে মেংয়ের স্ত্রীকে কিছু জানানো হয়নি।

হংকংয়ের এক সংবাদপত্র জানায়, গত সপ্তাহে চীনে আসতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় কর্তৃপক্ষ। তবে মেং-কে কেন আটক করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM