নগরে ফের বাড়ছে করোনা রোগী, মৃত্যুও

নগরে করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বৃদ্ধি পেতে শুরু করেছে। গত দুই মাস ধরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা একশ’র নিচে থাকলেও এখন তা ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে ফের বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টার  ব্যবধানে  নগরে করোনা শনাক্ত হয়েছে ১৩০ জন।

- Advertisement -

এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৬৮৬ জন। একই সময়ে মারা গেছেন আরো দুইজন ।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৯৮৩ নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) এক হাজার ২৯টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৬৮টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২২টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৬টি নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১০৯ জন এবং উপজেলায় ২১ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM