চেরাগি চত্বরে ২৫ মার্চ কালরাত্রি স্মরণে বোধন

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে জাতীয় গণহত্যা দিবসে কালরাত্রি স্মরণ বৃহস্পতিবার (২৫ মার্চ) চেরাগি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

প্রদীপ প্রজ্বালন, আবৃত্তি, গান ও নৃত্য দিয়ে সাজানো অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্যারিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন।

- Advertisement -google news follower

এতে বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. সুভাস চক্রবর্তী, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধনের সদস্যবৃন্দ।

ত্রয়ী আবৃত্তি পরিবেশন করে সুতপা মজুমদার, ইতু সাহা, পৃথুলা চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ফারুক তাহের, মো. মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, জেবুন নাহার শরমিন, স্নিগ্ধা শিকদার এবং বোধনের আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ, মোহিনী সংগীতা সিংহ, রিফাত ফাতিমা তানসি, তূর্ণা দাম, উর্মি চৌধুরী, হামিমা জামিল রুমা, মৃত্তিকা চক্রবর্তী, মেঘা সেন, সোমাা বণিক, কেয়া চক্রবর্তী, মুহাম্মদ সাহেদ, বাপ্পী বাড়ৈ, নাফিস মুরসালিন নিবিড়, সোমা বনিক, তনুশ্রী দে, মিকদাদ্, মৃত্তিকা তালুকদার।

- Advertisement -islamibank

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি ও সন্দীপন সেন একা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM