চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, জরুরি বিভাগে ১৫-২০ জনের একটি দল ঢুকে ভাঙচুর চালায়।
তিনি বলেন, হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে মরদেহের সঙ্গে থাকা স্বজনরা জরুরি বিভাগে ভাঙচুর চালান।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ১৫-২০ জনের একটি দল হঠাৎ এসে হাসপাতালে হামলা চালান। ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত আহত হন।
জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত বলেন, হঠাৎ একদল যুবক এসে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমার মুখে আঘাত করেছে। জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে পালিয়েছে।