ইন্দোনেশিয়ার একটি চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৪ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
আল-জাজিরা জানায়, রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দেশটির ম্যাকাসর শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, চার্চের ভেতর যখন গণপ্রার্থনা চলছিল তখন এ হামলা ঘটে। বিস্ফোরণে ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
ওই মুখপাত্র আরও জানান, বিস্ফোরণে নিহত হয়েছেন দুই আত্মঘাতী হামলাকারী। তবে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ওই আক্রমণকারীদের কি না, নিশ্চিত নন তিনি। বর্তমানে তদন্ত চলছে। তিনি আরও জানান, দুই হামলাকারীর কাছে উচ্চমাত্রার বিস্ফোরক ছিল। সিসিটিভি ফুটেজে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তবে চার্চের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
চার্চে যাজক ফাদার উইলহেমস তুলাক জানান, সন্দেহভাজন বোমা হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে চার্চে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেয়। এরপরই বিস্ফোরণ ঘটে।
জয়নিউজ/পিডি