হাটহাজারীতে কঠোর নিরাপত্তা বলয়, মাঠে আ.লীগ

হেফাজতে ইসলামের ডাকা হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় হাটহাজারী ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

- Advertisement -

পুরো উপজেলায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। র‍্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।

- Advertisement -google news follower

রোববার (২৮ মার্চ) হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে নতুন করে খুঁড়ে ফেলায় এ সড়কে যান চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন । সকাল থেকে তারা বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে।

- Advertisement -islamibank

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি সচলের চেষ্টা চলছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM