চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও। মার্চ মাসে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়।
এর মধ্যে মাসের শেষদিন অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ২৮৭ জনের দেহে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব। এসময়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিআইটিআইডিতে ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা রোগী শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি শেভরণ ল্যাবে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন ও আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা পজেটিভ শানাক্ত হয়।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা অস্তিত্ব মিলেছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৬৭ জন এবং উপজেলায় ২০ জন।
জয়নিউজ/হিমেল/পিডি