চট্টগ্রামে করোনা: আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের হার, মৃত্যুও

চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগী। সেইসঙ্গে মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনকভাবে। গত ২৪ ঘণ্টার  ব্যবধানে  চট্টগ্রামে একদিনে আবারও জোড়া প্রাণ কেড়ে নিল করোনা। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৩০৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৮০৭ জন। এদিকে চট্টগ্রামে বেড়েছে নমুনা পরীক্ষার হার।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে ১ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

ফৌজদারহাট বিআইটিআইডিতে ৬৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ল্যাবে ৫৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পাওয়া গেছে।

আরটিআরএলে ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জন, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৯০ জন এবং উপজেলায় ১০৫ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM