চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা শনাক্ত হয়েছে ৪১৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৭১৫। তবে একই সময়ে গেছেন আরো ৩ জন। আক্রান্ত অনুপাতে মৃত্যুর হারও এখন উর্ধ্বমুখী। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালগুলো বেড়েছে রোগীর চাপ। খালি নেই কোনো আইসিইউ বেড।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১হাজার১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের ও সিভাসুতে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে।
এইদিন আরটিআরএলে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন ও শেভরণে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন ও আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
কক্সবাজার মেডিকেল কলেজে ২৫ জন নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন।
জয়নিউজ/হিমেল/পিডি