অমরা একুশে গ্রন্থমেলা ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হবে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে একদিন আগেই বইমেলা শেষ করা হবে বলে তিনি জানান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়। মেলা চলে এক মাস। তবে এবার করোনার কারণে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় বইমেলা। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।