পটিয়া থানায় হামলা মামলায় হেফাজত ইসলামের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।
গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজ হোসেন, মাওলানা মুফতি আরিফুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন ও মো. খোরশেদ আলম। এদের মধ্যে ইমতিয়াজ, মাওলানা আরিফ এবং বেলালকে শোভনদন্ডী ইউনিয়ন থেকে এবং মো. জসিম উদ্দিন ও মো. খোরশেদ আলমকে জিরি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া থানায় হামলার ঘটনায় হেফাজত ইসলামের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করে পটিয়া থানায় হামলা চালায়। এ ঘটনায় ৩০ মার্চ থানার উপ পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদি হয়ে হেফাজতের ৭শ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা দায়ের করেন।