বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল নমুনা নেওয়া হয়েছে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে।
দেশবাসীকে আহ্বান জানাবো, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন তার রোগমুক্তির জন্য দোয়া করেন। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করুণাময়ের কাছে দোয়া চাইবেন। স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন।’
রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
এ সময় তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সম্পূর্ণ স্টেবল আছেন। চিকিৎসা শুরু হয়েছে ইতোমধ্যে। ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।’
খালেদা জিয়ার সহকারী ফাতেমার করোনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি তাদের খবরা-খবর জানি না, বলতে পারবো না।’
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘দেশনেত্রীর করোনা পরীক্ষা করানো হয়েছে। আইসিডিডিআর,বি-তে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। সেই টেস্ট পজিটিভ এসেছে।
সর্বশেষ যে পরিস্থিতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে। তিনি স্টেবল আছেন। ভালো আছেন। অন্য কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’