দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই। প্রাণঘাতী করোনা ভাইরাসটির সঙ্গে টানা ২০ দিন লড়াই করে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হার মানলেন এ সংগীত পরিচালক।
গীতিকবি ফরিদা ফারহানা গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় স্কয়ার হাসপাতালের নেওয়া হয় তাকে। গত ১১ এপ্রিল থেকে সেখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
অনেগুলো কালজয়ী গানের সুর করেছেন ফরিদ আহমেদ। নাটক-সিনেমার আবহসংগীতকার হিসেবেও তার অবদান অনেক। ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি চুপি’।
২০১৭ সালে ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ।
জয়নিউজ/পিডি