বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু থাকবে, গভর্নরকে চিঠি

বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৩ এপ্রিল) মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব রেজাউল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -

‘বিশেষ প্রয়োজনে ব্যাংকিংসেবা প্রদান’ সংক্রান্ত এ চিঠিতে বলা হয়, ‘১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিংসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।’

- Advertisement -google news follower

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার ব্যাপারে আমরা বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

- Advertisement -islamibank

তবে কীভাবে খোলা থাকবে, কত সময় খোলা থাকবে, কিছুক্ষণ পরেই এ ব্যাপারে সার্কুলার জারি হবে। সার্কুলারে এর বিস্তারিত বলা থাকবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM