চট্টগ্রামে করোনা: একদিনে আরো দুই জনের মৃত্যু, আক্রান্ত ৪১৭

চট্টগ্রামে প্রতিদিন উচ্চহারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসেঙ্গে বাড়ছে মৃত্যুও। আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ ভাগই আবার নগরের বাসিন্দা।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে দুই জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ৪১৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৭০৮ জন।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৬৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ১০১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষায় ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ২৬ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ৬৫  জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা  রোগী শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩০৬ জন এবং উপজেলায় ১১১ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM