যুব এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারত

বড় ভাইদের দেখানো পথেই হাঁটল ছোট ভাইরা। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।

- Advertisement -

রাজধানীর মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৭ অক্টোবর) যুব এশিয়া কাপের দিবা-রাত্রির ফাইনালে মুখোমুখি হয় ভারত-শ্রীলংকা। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে ভারতীয় যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন ইয়াসাভি জয়সওয়ান। শেষদিকে রীতিমতো ব্যাটে ঝড় তোলেন আয়ুশ বাদানি ও শীমরান সিং। বাদানি ২৮ বলে করেন ৫২ রান এবং সিং করেন ৩৭ বলে ৬৫ রান।

- Advertisement -google news follower

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলংকান যুবারা ৩৮.৪ ওভারেই অলআউট হয় মাত্র ১৬০ রান করে। নিশান মাদুশকা (৪৯) ও নাভোদ পারানাভিথানা (৪৮) ছাড়া আর কেউ করতে পারেননি বলার মত রান। শ্রীলংকার ব্যাটিং লাইনআপে একাই ধস নামান হারশ ত্যাগী। বাঁহাতি এই অর্থোডক্স বোলার তুলে নেন ৬ শ্রীলংকান ব্যাটসম্যানকে।

ফাইনাল সেরা হয়েছেন ত্যাগী। আর টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে সিরিজ সেরা হয়েছেন ইয়াসাভি জয়সওয়াল।

- Advertisement -islamibank

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৪/৩ (জয়সওয়াল ৮৫, রাওয়াত ৫৭, পাদিক্কাল ৩১, সিমরান ৬৫*, বাদোনি ৫২*; কালানা পেরেরা ১/৫৫, মালিঙ্গা ০/৫৯, সেনারত্নে ১/৪৫, দুলশান ০/৫৭, ওয়েলালাগে ১/২৪, নিপুন পেরেরা ০/১৩)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ১৬০ (নিশান ফার্নান্দো ৪৯, নিপুন পেরেরা ১২, সুরিয়াবান্দারা ৩১, কালানা পেরেরা ০, নুভানিদু ফার্নান্দো ৪, পারানাভিথানা ৪৮, ওয়েলালাগে ৭, মালিঙ্গা ০, মেন্ডিস ১, সেনারত্নে ১, দুলশান ২*; মোহিত ১/১৮, মোহান্তি ০/১৮, দেব গৌড় ০/১৪, দেশাই ২/৩৭, হার্শ ৬/৩৮, বাদোনি ০/৩৩)

ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ রানে জয়ী

জয়নিউজ/পার্থ/জুলফিকারস্পোর্টস ডেস্ক

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM