অক্সিজেনের সংকটে দিল্লি, লকডাউন ঘোষণা

অক্সিজেনের অভাবে যখন পরিস্থিতি ভয়াবহ ও হাসপাতালের মর্গে জায়গা খালি নেই ঠিক তখনই আবারও লকডাউন বাড়ানো হলো ভারতের দিল্লিতে।

- Advertisement -

স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কায় লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

- Advertisement -google news follower

ভারতের রাজধানীতে রাজধানীর হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। এই অবস্থায় দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হলো লকডাউন।

রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, রাজধানীতে আগামী ৩ মে সোমবার পর্যন্ত বাড়ানো হচ্ছে।

- Advertisement -islamibank

দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছেল, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। হাসপাতালগুলোর অবস্থা, অক্সিজেন নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্মকর্তারা। এই অবস্থায় লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই আরও বাড়ত। তেমনটা হলে রাজধানীর স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তারা।

উল্লেখ্য, দিল্লিতে গতকাল শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। রাজধানীতে সংক্রমণের হার দাঁড়িয়ে ৩২.২৭ শতাংশে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM