এমবাপ্পের চার, পিএসজি ৫

কাইলিয়ান এমবাপ্পে রাশিয়া বিশ্বকাপে নিজের প্রতিভার চূড়ান্ত প্রদর্শনী করেছিলেন। বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেছিলেন। ভালো খেলার সে ধারা তিনি বজায় রেখেছেন ক্লাব ফুটবলেও। ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক লিওর বিপক্ষে একাই করেছেন ৪ গোল।

- Advertisement -

প্যারিস সেইন্ট জার্মেইর ৫-০ গোলে জেতা ম্যাচে গোলোৎসবের শুরুটা করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পরে বাকি চার গোলের সবগুলোই করেন এমবাপ্পে। এ জয়ে টানা নয় ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি।

- Advertisement -google news follower

ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেন নেইমার। ডি-বক্সের মধ্যে এমবাপ্পেকে এমবাপ্পেকে ফাউল করা হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে চলতি লিগে নিজের গোলসংখ্যাকে আটে উন্নীত করেন ব্রাজিলিয়ার সুপারস্টার।

শুরুতেই গোল পেয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টা ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে দুই দলই। ৩৩তম মিনিটে লাল কার্ড দেখেন পিএসজির প্রেসনেল কিম্পেম্বে, বিরতির ঠিক আগে দিয়ে জোড়া হলুদে মাঠ ছাড়েন লিওঁর ফরাসি মিডফিল্ডার লুকাঁ। ১০ জনে নেমে আসে দুদলই।

- Advertisement -islamibank

বিরতি থেকে ফিরে রুদ্রমূর্তি ধারণ করেন এমবাপ্পে। ৬১ থেকে ৭৪, এই ১৪ মিনিটের মধ্যে লিওর জালে চার বার বল ঢোকান এমবাপ্পে। এই চার গোলের সুবাদে চলতি লিগে তার গোলসংখ্যাও এখন নেইমারের সমান ৮টি।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM