গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে আহত ১০

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবীতে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

- Advertisement -

সোমবার (১০ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেইল গেইট এলাকায় হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা আধাঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

- Advertisement -google news follower

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয় বলে দাবি করেন তারা।

- Advertisement -islamibank

জানা যায়, হা-মীম গ্রুপের  একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে ৬ দিনের ছুটির ঘোষণা করে। পরে ১০দিনের বর্ধিত ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার গণমাধ্যমকে জানান, বর্ধিত ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনের নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ১০ জন শ্রমিক আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আন্দোলন ত্যাগ করে বলে দাবি করেন তিনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM