মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড প্রতিবেশী দেশ ভারত। সম্প্রতি দেশেও শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই সংক্রমণ ঠেকাতে ঈদের পরও লকডাউনের মেয়াদ আরো বাড়ছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জন। এছাড়া এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৯০ জন।
সেই হিসেবে গতদিনের তুলনায় মৃত্যু ও আক্রান্তের হার দুটোল কমেছে।
জয়নিউজ/পিডি