ভারতে একদিনে আরও ৪২০৯ জনের মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল চলছেই। শুক্রবার (২১ মে) দৈনিক মৃত্যু প্রায় সাড়ে তিনশো বেড়ে ফের ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ২০৯ জন। অবশ্য মৃত্যুর সংখ্যা বাড়লেও দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই।

- Advertisement -google news follower

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ১৭ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০৯ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৭৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ শুক্রবার প্রাণহানি বেড়েছে প্রায় সাড়ে তিনশো।

- Advertisement -islamibank

প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হলেও শুক্রবার ভারতে কমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩০ লাখ ২৮ হাজার।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM